ডেস্ক রিপোর্টার,৬ অগাষ্ট।।
জমি সংক্রান্ত বিবাদের জের ধরে ভাগ্নেকে খুন করার অভিযোগে দুই মামাকে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলো আদালত। অভিযুক্তরা হলো সুধাংশু মিত্র ও অমিত মিত্র। শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা দায়রা আদালত এই রায় ঘোষণা করেছে। অনাদায়ে প্রত্যেকে দশ হাজার টাকা করে জরিমানা করেছে। ২০২২ সালে এয়ার পোর্ট থানার উত্তর রামনগরে এই ঘটনা ঘটেছিল।জানিয়েছেন আইনজীবী বিশ্বজিৎ দেব।
