ডেস্ক রিপোর্টার,২০ নভেম্বর।।
দশ বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে রেকর্ড গড়লেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও। বিহারের রাজধানী পাটনার গান্ধী ময়দানে বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন নীতীশ কুমার। গান্ধী ময়দানের ঐতিহাসিক মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অবশ্যই সেই মঞ্চে ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপি শাসিত সব কয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ছবি পোস্ট করেন। মুখ্যমন্ত্রী লিখেন, ” বিহারের উন্নয়ন ও সু-প্রশাসনে মানুষ মুগ্ধ। তাই ফের ডাবল ইঞ্জিন সরকারের উপর ভরসা রেখেছে বিহারের জনতা। ” নীতীশ কুমারকে ডায়নামিক মুখ্যমন্ত্রী হিসাবে আখ্যা দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

