#Teliamura #Krishnapur #School #Teacher #Janatar#Mashal
ঘটনার সঙ্গে জড়িত নিতাই নম: দাস সহ আরো এক মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে।

অভিযুক্ত কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতা, ঝাঁটা সহ বাঁশ দিয়ে প্রকাশ্যে বেধড়কভাবে নির্যাতন করে আইন নিজেদের হাতে তুলে নেয় তারা। নিঃসন্দেহে এটা রাজ্যের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।
তেলিয়ামুড়া ডেস্ক, ২১ নভেম্বর।।
কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কলঙ্কজনক ঘটনায় তেলিয়ামুড়া থানায় দু’জনের নামে মামলা দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যদিও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করে নি।
গত ১৫ই নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের কুরুচিকর মন্তব্য করার অভিযোগ তুলে কয়েকজন অভিভাবক সহ ছাত্র ছাত্রীরা । এই অভিযোগের ভিত্তিতে শিক্ষক বিপুল বিশ্বাসকে প্রচন্ড ভাবে মারধর করে স্কুল চত্বরে।

উত্তেজিত অভিভাবক ও ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের সরকারি সম্পত্তিতেও ভাঙচুর করে।
অভিযুক্ত কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতা, ঝাঁটা সহ বাঁশ দিয়ে প্রকাশ্যে বেধড়কভাবে নির্যাতন করে আইন নিজেদের হাতে তুলে নেয় তারা। নিঃসন্দেহে এটা
রাজ্যের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। উত্তেজিত অভিভাবক ও ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের সরকারি সম্পত্তিতেও ভাঙচুর করে। এই ঘটনার পর ছাত্রীদের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় মামলা দায়ের করে।

স্কুল চত্বরে শিক্ষকে মারধরের ঘটনায় গোটা রাজ্যে সমালোচনার ঝড় উঠে। এরপরই স্কুল কর্তপক্ষ মামলা দায়ের করার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ দেববর্মা জানিয়েছেন, শিক্ষক বিপুল বিশ্বাসকে মারধরের ঘটনার সঙ্গে জড়িত নিতাই নম: দাস সহ আরো এক মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগটি দায়ের করা হয়েছে।

যদিও অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা তা জানা নেই স্কুল কর্তৃপক্ষের।