চুড়াইবাড়ি ডেস্ক, ৩০ মার্চ।।
বার্মিজ গরু পাচার বানিজ্যের উর্বর ভূমি উত্তর ত্রিপুরা জেলা। অসম থেকে চোরা পথে রাতের আঁধারে উত্তর ত্রিপুরার গা বেয়ে ঊনকোটি জেলায় চলে যায় বার্মিজ গরু বোঝাই শত শত গাড়ি। অবশ্য এক্ষেত্রে পুলিশের সহযোগিতায় পাচার বাণিজ্য চলছে একেবারে নিরাপদে । প্রতিরাতেই উত্তর ত্রিপুরা জেলার শনিছড়া এলাকা দিয়ে আনন্দবাজার হয়ে ফটিকরায় যাচ্ছে অন্তত পক্ষে আট দশটি গাড়ি বোঝাই বার্মিজ গরু। এতে পুলিশের ধরপাকড় না থাকলেও এলাকাবাসীরা অত্যন্ত সক্রিয় রয়েছেন। এর দৃষ্টান্ত ২৮ মার্চ রাতে ধর্মনগর মহকুমার আনন্দবাজারে ঘটে গেল এক লঙ্কাকাণ্ড।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার গভীর রাতে শনিছড়া থেকে চারটি গরু বোঝাই গাড়ি কুমারঘাটের ফটিকরায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।পরে ধর্মনগর-কৈলাশহর সড়কের আনন্দবাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা গাড়িগুলি আটকানোর চেষ্টা করেন। কিন্তু তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।একটি গাড়িকে আটক করতে সক্ষম হয় বাসিন্দারা। এটা থেকে উদ্ধার করা হয় পাঁচটি বার্মিজ গরু। উত্তেজিত জনতা ভাঙচুর করে বোলেরো পিক আপ( TR05G/1794)গাড়ি। মারধর করা হয় গাড়ির চালককে। তার নাম নাম ফখর উদ্দিন,তার বাড়ি পানিসাগর মহকুমার রৌয়ার গর্জন টিলা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এবং আহত অবস্থায় চালককে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার গভীর রাতে শনিছড়া থেকে চারটি গরু বোঝাই গাড়ি কুমারঘাটের ফটিকরায় পাচারের উদ্দেশ্যে রওনা দেয়।পরে ধর্মনগর-কৈলাশহর সড়কের আনন্দবাজার এলাকায় পৌঁছালে স্থানীয়রা গাড়িগুলি আটকানোর চেষ্টা করেন। কিন্তু তিনটি গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।একটি গাড়িকে আটক করতে সক্ষম হয় বাসিন্দারা। এটা থেকে উদ্ধার করা হয় পাঁচটি বার্মিজ গরু। উত্তেজিত জনতা ভাঙচুর করে বোলেরো পিক আপ( TR05G/1794)গাড়ি। মারধর করা হয় গাড়ির চালককে। তার নাম নাম ফখর উদ্দিন,তার বাড়ি পানিসাগর মহকুমার রৌয়ার গর্জন টিলা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এবং আহত অবস্থায় চালককে উদ্ধার করে নিয়ে যায়।
আহত গাড়ির চালককে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে তার চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। গাড়ির চালক জানায়,গতকাল গভীর রাতে ধর্মনগর মহকুমার আওতাধীন শনিছড়া থেকে মোট চারটি বোলেরো পিকআপ ভ্যানে গরু নিয়ে ফটিকরায়ের উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু আনন্দবাজার এলাকায় স্থানীয় মানুষ গাড়িগুলি আটকানোর চেষ্টা করলে তিনটি গাড়ি পালিয়ে যায়।একটি গাড়ি আটক করে স্থানীয় মানুষ ব্যাপক ভাঙচুর চালায়।
বোলেরো পিক আপের আহত চালক জানিয়েছেন, গাড়ির মালিকের নাম গোবিন্দ মালাকার। এবং গরুগুলির রামনগর এলাকার গরু পাচারকারী লিটন দাস ওরফে নান্টু। ঘটনার সময়ে গাড়িতেই ছিলো নান্টু। কিন্তু সে পলিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকজন উদ্ধারকৃত গুলিকে গোরক্ষনাথ গো-শালায় পাঠিয়ে দেয় ।
#Tripura #North #Dist #cow #smuggling#jm