আজ নরেন্দ্র মোদী সরকার দেশের ওবিসি সমাজকে প্রকৃত সম্মান দিয়েছে।মোদীর নেতৃত্বে ওবিসি সমাজের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
ডেস্ক রিপোর্টার, ১ জানুয়ারি।।
ভারতীয় জনতা পার্টি ৬০-কাঞ্চনপুর মণ্ডল ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত র্যালি ও ওবিসি মোর্চার সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়। বুধবার সকালে অনুষ্ঠিত র্যালিতে বিপুল সংখ্যক ওবিসি সমাজের মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে কাঞ্চনপুর টাউন হলঘরে অনুষ্ঠিত হয় ওবিসি মোর্চার সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভাগবান চন্দ্র দাস সহ দলীয় নেতৃত্ব।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ভাগবান চন্দ্র দাস বলেন, “পূর্বতন কমিউনিস্ট সরকার দীর্ঘদিন ধরে ওবিসি সমাজকে পিছিয়ে রেখেছিল। তাদের বাক শক্তি ও প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছিলো।
তিনি বলেন, আজ নরেন্দ্র মোদী সরকার দেশের ওবিসি সমাজকে প্রকৃত সম্মান দিয়েছে।মোদীর নেতৃত্বে ওবিসি সমাজের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে একাধিক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
সম্মেলনের মাধ্যমে ওবিসি সমাজের অধিকার, সামাজিক ন্যায়, সম্মান ও সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী দিনে সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক ভাবনাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয় অনুষ্ঠিত সম্মেলনে।

