ডেস্ক রিপোর্টার, ১৮ জুলাই।।
রাজ্যের থানার ওসি স্তরে ব্যাপক রদবদল। পূর্ব থানা থেকে পশ্চিম থানায় এলেন রানা চ্যাটার্জী। আমতলীতে পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। আমতলীর ওসি হিমাদ্রী সরকারকে বদলি করা হয়েছে সিধাই থানায়। পূর্ব থানার ওসি’র দায়িত্বে সুব্রত দেবনাথ। এডি নগরে দায়িত্বে সুশান্ত দেব। এনসিসি থানার ওসি’র দায়িত্বে (পূর্ণাঙ্গ)প্রাজিৎ মালাকার। এতদিন তিনি ছিলেন ইনচার্জ ওসি। বদলির তালিকায় রয়েছেন মোট ৫৪ জন পুলিশ অফিসার। সমস্ত অফিসারদের আগামী ১৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
