ডেস্ক রিপোর্টার ,আগরতলা।।
” রাজ্যের জনজাতিদের সন্মান দিয়েছে শুধু ভারতীয় জনতা পার্টি। বাকি দলগুলি জনজাতিদের নিয়ে রাজনীতি করেছে। তাই আসন্ন এডিসি নির্বাচনে কোনো রাজনৈতিক দলের উপর আশা না রেখে বিজেপি একাই লড়াই করবে”। বক্তা প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব। রবিবার শান্তির বাজারে অনুষ্ঠিত যুব জামায়েতে একথা বলেছেন তিনি।
বিজেপির যুব ব্রিগেডের নেতা সুশান্ত তাঁর বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, আসন্ন এডিসি নির্বাচনে জোটের ফর্মুলায় যাবে না ভাজপা। একাই করবে লড়াই। সর্বশেষ এডিসি নির্বাচনেও তৎকালীন সময়ে বিজেপির প্রধান শরিক আইপিএফটি’ র জোট না করেই লড়াই করেছিল বিজেপি। তবে আইপিএফটির সঙ্গে করেছিল আসন সমঝোতা। এই ফাঁক গলে রাজনীতির আকাশে রকেট গতিতে আত্ম প্রকাশ করেছিল প্রদ্যুৎ কিশোরের তিপ্রামথা। এবং দখল করেছিলো এডিসির ক্ষমতা।
২৩- র বিধানসভা নির্বাচনের পর হয়েছিল নতুন সমীকরণ। বিজেপি – আইপিএফটি এবং তিপ্রামথা এক সঙ্গে সংসার করতে শুরু রাজ্য রাজনীতিতে। তারপরও আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। তা স্পষ্ট করলেন বিধায়ক সুশান্ত দেব। শান্তির বাজারে থাকা দাঁড়িয়ে যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বামেদের বিরুদ্ধে একের পর এক ফায়ার করেছেন। তিনি বলেছেন, বাম জামানায় রাজ্য জুড়ে খুন হয়েছে।
সুশান্ত দেব বামেদের হুঙ্কার দিয়ে বলেন, বিজেপি ও যুব মোর্চা রাজনৈতিক সৌজন্যতা বজায় রেখে চলছে। তারা ইচ্ছা করলেই নিতে পারে প্রতিশোধ।
পরিশেষে সুশান্ত ভয়ঙ্কর ভাষায় বলেন, সিপিআইএমকে কিভাবে জব্দ করতে হয় সেই ঔষধ রয়েছে যুব মোর্চার কাছে। তাই সিপিআইএমকে সাবধান থাকার বার্তা দিয়েছেন তিনি।
এদিনের যুব জামায়েতে বিধায়ক সুশান্ত দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শান্তির বাজার মন্ডল সভাপতি দেবাশীষ ভৌমিক, যুব মোর্চার সভাপতি রামপ্রসাদ শীল, কৃষান মোর্চার দক্ষিনজেলার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপির দক্ষিন জেলার এসসি মোর্চার সভাপতি বিশ্বজিৎ দাস, এমডিসি বিদ্যুৎ দের্বমা, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য সহ অন্যান্য নেতৃত্ব।

