তেলিয়ামুড়া ডেস্ক, ২৭ ডিসেম্বর।।
তেলিয়ামুড়া থানাধীন দাশু পাড়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। গাঁজা গুলি একটি ব্যাগের মধ্যে রাখা ছিলো। ব্যাগ থেকে পুলিশ ৩৭টি গাঁজার প্যাকেট উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণা, পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রেখে ছিলো। প্রাপ্ত খবরের, তেলিয়ামুড়া থানার পুলিশ এই অভিযান চালিয়ে ছিলো বলে জানান ওসি
জয়ন্ত কুমার দে।
ওসি জয়ন্ত কুমার দে কুমার দে জানান, শনিবার প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ দাশু পাড়া জঙ্গলে গিয়ে অভিযান চালায়।জঙ্গলের মাঝখানে থাকা পায়ের ছাপ ধরে পুলিশ গভীর জঙ্গলে প্রবেশ করে। তখনই তারা চারটি ব্যাগের হদিস পায়। এই ব্যাগ গুলিতে মোট ৩৭টি গাঁজার প্যাকেট ছিলো। প্রতিটি গাঁজার প্যাকেটে এক কেজি করে গাঁজা ছিলো।
ওসি’র বক্তব্য, প্রতি শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া স্টেশনে এক্সপ্রেস আসে। এই ট্রেনে করে গাঁজা পাচারের জন্যই জঙ্গলে মজুত করা হয়েছিল প্যাকেট গুলি। তবে কে বা কারা জঙ্গলে গাঁজার প্যাকেট মজুত করেছে? তা এখনো নিশ্চিত নয় পুলিশের কাছে।

