চুরাইবাড়ি ডেস্ক,২২ জুলাই।।
        দীর্ঘ ত্রিশ বছরের সরকারি নালা নিজেদের বলে দাবি করে বেড়া দিয়ে দখল করা কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে বিবাদ চলছিলো বহু বছর ধরে। অবশেষে ভুক্তভোগী গ্রামবাসীরা দখলকারীদের বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের  করে। ঘটনা খতিয়ে দেখতে মাঠে নামে পুলিশ।
ঘটনাস্থল কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৪নম্বরওয়ার্ড।
                 অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ছায়াদ আলী, আব্দুল কালাম, মিরজান আলী, আব্দুল রকিব, আব্দুল হক ও রমজান আলীরা নালার অধিকাংশ জায়গা দখল করে রেখে দেয়। ফলে অন্যান্য কৃষকরা এই অঞ্চলে প্রবেশ করতে পারছিলো না। গরু চড়ানো থেকে কৃষি কাজ গ্রামবাসীদের সব কিছুতেই সমস্যা সৃষ্টির হতে থাকে। মৌখিক ভাবে বহুবার  বলার পরও ছয় জমি দস্যু তাদের সিদ্ধান্তে অটল। গ্রাম পঞ্চায়েতে একাধিক বার এই সংক্রান্ত বিষয়ে সালিশি সভা হয়। কিন্তু কোনো সমাধান সূত্র বের হয় নি।কারণ গ্রামের মাতব্বররা বারবার জমি দস্যুদের কাছ থেকে কাঞ্চনমূল্য পেয়ে জনস্বার্থের বিপক্ষে সওয়াল করে।স্বাভাবিক কারণেই সালিশি সভায় সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে নি গ্রাম্য মাতব্বররা।
      গ্রামবাসীরা বাধ্য হয়ে কদমতলা থানায় মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ। কিন্তু পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ফ্রী স্টাইল ( মারামারি)। উপস্থিত পুলিশ কর্মীরা কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থানায় বসে সমস্যা সমাধানের আশ্বাস দেয়।এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে  দীর্ঘ ত্রিশ বছরের সমস্যার দাড়ি টানা যায় কিনা? নাকি সমস্যা থেকে যায় সেই তিমিরেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *