ডেস্ক রিপোর্টার,৯ ডিসেম্বর।।
আগামী ১৩ ডিসেম্বর শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাম নারী ব্রিগেড সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা দিয়েছেন বাম নারী নেত্রীরা। তারা জানিয়েছেন, ১৩ ডিসেম্বর সকাল ১১ টা থেকে শুরু হবে তাদের রাজ্য সম্মেলন।এদিন সকালে প্রথমে তারা শহীদ বেদীতে মাল্যদান করবেন। তারপর বিকাল তিনটায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণে করবে প্রকাশ্য সমাবেশ।
নারী নেত্রীরা জানিয়েছেন, নারী সমিতির ২১তম রাজ্য সম্মেলনের মঞ্চ হবে কমরেড শেফালী মজুমদার ও গৌরী পালের নামে। নগর হবে কমরেড মিনু সাহা, পূর্ণিমা সিনহা, হেমাঙ্গ প্রভা দত্ত ও নির্মলা সিনহার নামে। নারী সমিতির রাজ্য সম্মেলনে আসবেন সংগঠনের সর্বভারতীয় নেত্রীরাও।
সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ২১ তম রাজ্য সম্মেলন কেন্দ্র করেও দেখা দেবে বিতর্ক। কারণ এদিন আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে মহা যোগদান সভা আয়োজন করার ঘোষণা দিয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। স্বাভাবিকভাবেই একই জায়গায় একই দিনে দুটি রাজনৈতিক দলের কর্মসূচি কিভাবে সামাল দেবে পুলিশ প্রশাসন? এটাই এখন দেখার বিষয়।

