#Tripura #Politics #CPIM #TMP #Janatar# Mashal
২০২৩-এর বিধানসভা নির্বাচনে মথা যদি ‘প্রতারণা’ না করত, তা হলে বিজেপি ক্ষমতাতেই আসতে পারত না।

“প্রদ্যুৎ কিশোরের পরিবারের লোকেরা বিভিন্ন সময়ে নানা রকম সাংবিধানিক পদে থেকেছিলেন। তারা বারবার জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি করেছে। আক্ষরিক অর্থে এর জনজাতিদের প্রকৃত কোনো উন্নয়নই করেননি।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথায়, বর্তমানে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তিপ্রামথার হাতে। কিন্তু এখানে চলছে লুটপাট।”
ডেস্ক রিপোর্টার, ১৬ ডিসেম্বর ।।
ফের বাক যুদ্ধে জড়িয়ে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তিপ্রামথার ফাউন্ডার প্রদ্যোত কিশোর দেববর্মা। রাজ্যের জনজাতিদের উন্নয়নের প্রশ্নে প্রদ্যুৎ বারবার কটাক্ষ করে থাকেন পূর্বতন বাম সরকারকে। দেরিতে হলেও এবার জনজাতিদের উন্নয়নের ইস্যুতে প্রদ্যোতকে পাল্টা আক্রমণ করলেন মানিক সরকার।
সম্প্রতি মানিক সরকার একটি দলীয় অনুষ্ঠানে প্রদ্যোত কিশোরের পরিবারের দিকে সরাসরি বোমা ছুঁড়েন। মানিক বলেন, “প্রদ্যুৎ কিশোরের পরিবারের লোকেরা বিভিন্ন সময়ে নানা রকম সাংবিধানিক পদে থেকেছিলেন। তারা বারবার জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি করেছে। আক্ষরিক অর্থে এর জনজাতিদের প্রকৃত কোনো উন্নয়নই করেননি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথায়, বর্তমানে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ তিপ্রামথার হাতে। কিন্তু এখানে চলছে লুট পাট ।ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদে এই অবস্থা চললেও নীরব কেন প্রদ্যুৎ? প্রশ্ন মানিক সরকারের।

মানিক সরকারের সোজাসাপ্টা বক্তব্য, ২০২৩-এর বিধানসভা নির্বাচনে মথা যদি ‘প্রতারণা’ না করত, তা হলে বিজেপি ক্ষমতাতেই আসতে পারত না। বামফ্রন্টের শাসনে জনজাতিদের জন্য জনশিক্ষা আন্দোলন হয়েছে। এই আন্দোলনকে রুখতে জনজাতি নেতাদের বন্দি করে রাজবাড়ীতে রাখা হয়েছিল বলে দাবি করেন মানিক।
আজ পর্যন্ত প্রদ্যুৎ এই সংক্রান্ত রিপোর্ট কার্ড সামনে আনতে পারেন নি।।
রাজনীতিকরা বলছেন, প্রদ্যুৎ কিশোরের বাবা কিরিট বিক্রম, মা বিভূ দেবী সাংসদ ছিলেন। প্রদ্যুতের মা রাজ্যের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।কিন্তু তারা জনজাতিদের জন্য কি করেছেন? আজ পর্যন্ত প্রদ্যুৎ এই সংক্রান্ত রিপোর্ট কার্ড সামনে আনতে পারেন নি।।বর্তমানে জনজাতি আবেগ নিয়ে রাজনীতি করে সাংসদ হয়েছেন প্রদ্যুৎ কিশোরের দিদি কৃতি সিং। কিন্তু গত কয়েক মাসে জনজাতি উন্নয়নে তিনি কি ভূমিকা নিয়েছেন ?
এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন প্রদ্যুৎ ও কৃতি?
https://janatarmashal.com/tripura-news-nec-meeting-focuses-on-security-tripura-news-
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের প্রেক্ষিতে তিপ্রামথার নেতাদের যুক্তি, মানিক সরকার রাজনীতি করার জন্য বিভ্রান্তিকর কথা বলছেন। প্রথম রাজন্য আমলে মহারাজা বীর বিক্রম কিশোর প্রায় ৩০০ প্রাথমিক স্কুল স্থাপন করেছিলেন। স্বশাসিত জেলা পরিষদের নিজস্ব অর্থ থাকলে উন্নয়ন করা যেত।তা সত্ত্বেও সীমিত ক্ষমতায় এলাকার জনগণের জন্য উন্নয়নের চেষ্টা চলছে।