ডেস্ক রিপোর্টার, ১নভেম্বর।।
কৃষক সভার সদস্য পদ অভিযানে গিয়ে বাধার মুখে রাজ্যের বাম নেতা পবিত্র কর। তাদেরকে তাড়িয়ে দিয়েছে বিজেপির লোকজন। অভিযোগ বামেদের।ঘটনা নরসিংগড় ভাগলপুরে। এই ঘটনা কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাম নেতৃত্ব।তাদের বক্তব্য, রাজ্যে সাধারন মানুষের গনতান্ত্রিক অধিকার হরণ করছে বিজেপি। ঘটনার পর পর ভাগলপুর সহ আশপাশ অঞ্চলে বিরাজ করছে চাপা উত্তেজনা।
বাম নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য কৃষক সভার নেতা পবিত্র করের নেতৃত্বে সংগঠনের সদস্যরা সারা রাজ্যেই শুরু করেছে সভ্য পদ অভিযান। তার অঙ্গ হিসাবে শনিবার তারা গিয়েছিলেন নরসিংগড় সীমান্ত লাগোয়া ভাগলপুর গ্রামে। তাদের ভাগলপুরে যাওয়ার খবর পৌঁছে যায় স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে। তখন বিজেপির স্থানীয় নেতা – কর্মীরা বাড়িঘর থেকে বেরিয়ে এসে এবং পবিত্র করের নেতৃত্বাধীন কৃষক সভার উপস্থিত লোকজনকে গালমন্দ করে। এবং তাদের তাড়িয়ে বের করে দেওয়া হয়। এটা অবশ্যই সুস্থ রাজনীতির জন্য কোনো ভাবেই কাম্য নয়।

মুহুর্তেই এই ঘটনা ছড়িয়ে পড়ে রাজ্যের বামপন্থী শিবিরগুলিতে। প্রতিটি সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওযার হুমকি দিয়েছে।
ভাগলপুরের বিজেপির নেতারা চিৎকার করে বলেন, “আপনারা ( বাম নেতৃত্বকে) বিগত ২৫ বছর ধরে মানুষের কাছে চাঁদার নামে ভিক্ষা করছেন। নিঃস্ব করে দিয়েছেন মানুষকে। আর হবে না। এখনই চলে যান। নয়তো পরিণতি খারাপ হবে।”

