চুরাইবাড়ি ডেস্ক, ২৩ আগস্ট।।

           গত বছর উত্তর জেলার  কদমতলা বাজারে দূর্গা পূজার চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাকে আজও ভুলতে পারেনি ত্রিপুরাবাসী।তখন আক্রমণ ও পাল্টা আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন শতাধিকের উপরে ব্যবসায়ীরা। পরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন এক যুবকও।এবার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপের দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ ও সনাতনী সমাজের পক্ষ থেকে কদমতলা ও চুরাইবাড়ি থানায় পৃথক ভাবে লিখিত ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনে অভিযোগ করা হয়, আসন্ন দূর্গা পূজাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী গত বছরের মতোই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা আদায়ের চেষ্টা করছে। সম্প্রতি কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকায় বাইক চুরি, আগর গাছ ক্রয় বিক্রয় নিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে,আর তা ধীরে ধীরে সাম্প্রদায়িক রুপ নিতে পারে। সংগঠনের দাবি, এই ঘটনাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিরাই পূর্বে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করেছিল।তাই বিশ্ব হিন্দু পরিষদ ও সনাতনী সমাজ পুলিশের কাছে আবেদন জানিয়েছে, কয়েকজন দুষ্কৃতীর নাম চিহ্নিত করে তাঁদের আইনের আওতায় এনে জেল হাজতে রাখা হোক। সংগঠন স্পষ্ট জানিয়েছে, যদি পুলিশ প্রশাসন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, আর সেই কারণে দূর্গা পূজা কিংবা কালীপুজোয় আইনশৃঙ্খলার অবনতি বা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, তবে তার দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।যদিও সংগঠনের নেতৃত্বরা জানিয়েছেন, পুলিশ প্রশাসন তাঁদের আশ্বস্ত করেছে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সদস্য অবিনাশ কৃষ্ণ দাস, বাগবাসা প্রখন্ড সভাপতি বিপ্রজিত দাস, বিশিষ্ট সমাজসেবী বিকাশ দেবনাথ সহ সনাতনী সমাজের নেতৃত্ববৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *