ডেস্ক রিপোর্টার ,২১ অক্টোবর।।
গত ১৬ অক্টোবর জিরানিয়া স্টেশনে পণ্যবাহী রেলের ওয়াগনার থেকে উদ্ধার হয়েছে রেকর্ড সংখ্যক নেশার কফ সিরাপ এসকফ। এই ঘটনার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের এখন পর্যন্ত গ্রেফতার করে নি পুলিশ প্রশাসন। মাদকের এই বাড়বাড়ন্ত নিয়ে এবার সরব হয়েছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই। মঙ্গলবার ডি ওয়াই এফ আইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আগরতলা রেল স্টেশনে সুপারের কাছে।
বাম যুব নেতা নবারুণ দেবের বক্তব্য, ভারতীয় রেলে এই মাদক পাচারের নেপথ্যে রয়েছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকজন। তাদের মদত ছাড়া এটা সম্ভব নয়। এই কারণেই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও নেপথ্যে থাকা লোকজনকে সনাক্ত করার দাবি নিয়েই এদিনের ডেপুটেশন পর্ব।
ডিওয়াইএফ আইয়ের এই উত্থাপিত প্রশ্ন যথার্থ। কেন না, মাদকের সর্ব বৃহৎ চালান উদ্ধার হলেও আজ পর্যন্ত রহস্য জনক ভাবে নীরব পুলিশ প্রশাসন। এই মাদকের চালান আটকের ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের কোনো ভূমিকা নেই। পর্দার আড়াল থেকে সবটাই করেছে অসম পুলিশের এসটিএফ।
