ডেস্ক রিপোর্টার,১৪ মার্চ।।
‘লাপতা ল্যাডিস্’ হিন্দি সিনেমায় ২৫তম আইআইএফএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি সম্মানে ভূষিত হয়েছেন রাজ্যের ছেলে বিপ্লব গোস্বামী। আগরতলা নিবাসী বিপ্লব গোস্বামী হিন্দি সিনেমা লাপাতা লেডিস-এর কাহিনী লিখে বেস্ট অরিজিন্যাল স্টোরি হিসাবে এই সম্মান লাভ করেন তিনি। ছবিটির নির্দেশনায় ছিলো কিরণ রাও এবং প্রযোজনায় ছিলেন প্রখ্যাত অভিনেতা আমির খান। ছবিটি মুক্তি পায় ২০২৪ সালে।এই ছবিতে তাঁর বিখ্যাত গল্প কাহিনী ভারতীয় হিন্দি সিনেমার জগতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই সাফল্যের জন্য শুক্রবার বিপ্লব গোস্বামীকে তাকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সন্ধ্যায় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটে তাকে সংবর্ধনা জানানো হয় । বিপ্লব গোস্বামী অবশ্য ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের উপদেষ্টাও। সিনেমায় তার কাহিনীর মূল বিষয়বস্তু ছিলো ভারতীয় সমাজ ব্যবস্থায় মহিলারা যেসব সমস্যা নিয়ে কাজ করেন তাঁর উপর।মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেন, “বিরল প্রতিভা সম্পন্ন বিপ্লব গোস্বামী রাজ্যের উদীয়মান লেখকদের অনুপ্রাণিত করবেন।”
#Indian #Flim #Lapata# Ladies#Biplab#Goswami#IIFA#JM