ডেস্ক রিপোর্টার,১৪ অক্টোবর।।
          নেশার রাজ্যে ত্রিপুরা গদ্যময়।প্রতিদিন কোথায়ও না কোথায়ও মাদক সামগ্রী উদ্ধার করছে পুলিশ। মঙ্গলবার ভোরে প্রাপ্ত খবরের ভিত্তিতে  আর কে নগর পঞ্চায়েত টিলা থেকে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক বিক্রেতাকে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মাদক সামগ্রীর বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
                প্রতিদিন রাজ্যে মাদক সামগ্রী উদ্ধার হলেও কারবারের মূল কুশীলবদের গ্রেফতার করতে পারছে পুলিশ প্রশাসন। যাদেরকে গ্রেফতার করছে তারা শুধু মাত্র মাদক সামগ্রী বহনকারী। বা মাদক সেবনকারী। মাদক বাজারের রাঘব বোয়ালারা বারবার থাকছে পর্দার বাইরে। এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নাকি পুলিশ ইচ্ছাকৃত ভাবেই ছাড় দিয়ে রেখেছে ড্রাগস মার্কেটের এলিট ক্লাসের কারবারীদের? জনমনে উঠছে প্রশ্ন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *