ডেস্ক রিপোর্টার,১২ সেপ্টেম্বর।।
চুরাইবাড়ি পুলিশের তৎপরতায় আটক বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট।উত্তর জেলার ত্রিপুরা-আসাম সীমান্তবর্তী চুরাইবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে। তার নাম নাজিম উদ্দিন।বাড়ি কদমতলা থানার তারকপুরে।
প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ উৎ পেতে বসে। এই সময়ে হাতে বাজারের ব্যাগ নিয়ে আসা নাজিম উদ্দিনকে আটক করে পুলিশ।

তার ব্যাগে তল্লাশি চালিয়ে পঞ্চাশটি প্যাকেটে দশ হাজার ইয়াবা ট্যাবলেটের হদিস পায় পুলিশ। চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানিয়েছেন, ফরেনসিক টিম ও ডিসিএম’র উপস্থিতিতে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। অভিযুক্ত নাজিম উদ্দিনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।