ডেস্ক রিপোর্টার, ১নভেম্বর।।
ত্রিপুরাকে নেশা মুক্ত করার ডাক দিয়েছে রাজ্য সরকার। কিন্তু তা কখনও সম্ভব নয়। বরং ত্রিপুরার মাটিতে ম-ম করছে মাদক সামগ্রীর গন্ধ। খোয়াই বাইজল বাড়িতে আটক নেশার কফ সিরাপ এসকফ বোঝাই বোলেরো পিক আপ গাড়ি। আটক করা হয়েছে কারবারের এক চাইকে। নাম সঞ্জীব দেববর্মা। বাড়ি লেফুঙ্গা থানার মোকাম পাড়া।গাড়িতে ছিলো ৪৪০০টি এসকফের বোতল। যার বাজার মূল্য ৩৬ লক্ষ টাকার অধিক।
খোয়াই বাইজল বাড়ির থানার পুলিশ শুক্রবার রাতে নাকা পয়েন্টে রুটিন মাফিক যানবাহন তল্লাশিতে বসে। এই সময় তেলিয়ামুড়া থেকে খোয়াই হয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়া TR01AX1543 নম্বরের বোলেরো চলে আসে পুলিশের নাকা পয়েন্টের সামনে। তখন উপস্থিত পুলিশ বোলেরোতে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়ি থেকে একের পর এক বেরিয়ে এসে এসকফ সিরাপের কাটন। ধৃত যুবক জানিয়েছে, এসকফ গুলিকে লেফুঙ্গা হয়ে আগরতলা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল তার। গোটা বিষয়টি নিশ্চিত করেছেন বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা।
প্রসঙ্গত, এক সময়ে ত্রিপুরা ছিলো মাদক বাণিজ্যের রেড করিডোর।এখন হয়েছে গেরুয়া করিডোর। বাম জামানায় মাদক কারবারের সঙ্গে সরাসরি জড়িত ছিলো সিপিআইএম নেতা – কর্মীরা।এখন কালের বিবর্তনে এই ব্যাটন হাতে পেয়েছে বিজেপির নেতা – কর্মীরা। রাজ্যের প্রায় প্রতিটি মাদক চালান কাণ্ডের সঙ্গে বিজেপি নেতাদের সম্পৃক্ততা খুঁজে পাচ্ছেন তদন্তকারী পুলিশ।

