স্পোর্টস ডেস্ক,২ জানুয়ারি।।
         নতুন পালক জুড়তে চলেছে বৈভব সূর্যবংশীর মুকুটে। শনিবার ভারতের অধিনায়ক হিসাবে অভিষেক হবে তার। ১৫ জানুয়ারি থেকে শুরু অনূর্ধ্ব-১৯ এক দিনের বিশ্বকাপ। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানে ভারতের অধিনায়ক বৈভব। ১৪ বছরের ক্রিকেটারের নেতৃত্বে বিশ্বকাপের প্রস্তুতি সারবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল।
       ভারতের বিশ্বকাপের দলে রয়েছে বৈভব। সেই দলের অধিনায়ক আয়ুষ মাত্রে ও সহ-অধিনায়ক বিহান মলহোত্র। কিন্তু তাঁরা দু’জনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুই ক্রিকেটারের কব্জিতে চোট লেগেছে। তাই তাঁদের খেলানো হচ্ছে না। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন তাঁরা। সেখানেই সুস্থ হয়ে উঠছেন দুই ক্রিকেটার।
      আয়ুষ ও বিহান না থাকায় বৈভবকে অধিনায়ক করা হয়েছে। তার নেতৃত্বে বেনোনিতে শনিবার প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। ৫ জানুয়ারি, সোমবার দ্বিতীয় ম্যাচ। ৭ জানুয়ারি, বুধবার সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবে বৈভবেরা। সেখান থেকেই জ়িম্বাবোয়েতে এক দিনের বিশ্বকাপ খেলতে চলে যাবে দল। জ়িম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দেহেন বিহান ও আয়ুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *