তেলিয়ামুড়া ডেস্ক, ১৬ জুলাই।।
          গোটা রাজ্য জুড়ে প্রায় সবকটা বিরোধী রাজনৈতিক দল এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের অবস্থান জারি করার জন্য আন্দোলনের ময়দানকে বেছে নিচ্ছে। বিশেষ করে বর্ধিত বিদ্যুৎ বিল সহ স্মার্ট মিটার ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে।
একই রকম ভাবে বুধবার সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে মিছিল সভা সহ বিদ্যুৎ সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে ডেপুটেশন কর্মসূচি পরিলক্ষিত হয়। ডেপুটেশন থেকে মূলত বিদ্যুৎ বিল এর বিরম্বনা সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নতুন সংযোগ সহ স্মার্ট মিটার ইসু উত্থাপিত হয় বলে জানা আছে।
এদিকে ডেপুটেশনের আগে সিপিআইএম কার্যালয় থেকে এক মিছিল তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওম্পি চৌমুহনীতে এক সভা আয়োজিত হয়। এই সভায় দলের মহকুমা সম্পাদক সুভাষ নাথ, রাজ্য নেতা প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস প্রমুখ আলোচনা রাখেন।
মূলত বক্তারা এই সময়ের মধ্যে স্মার্ট মিটার ইসু সহ বিদ্যুতের বিড়ম্বনা যেভাবে গোটা রাজ্যের সাধারণ মানুষের সামনে আতঙ্ক তৈরি করেছে সে বিষয়টা উত্থাপিত করার প্রয়াস করেন। এর পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে বিগত সাড়ে সাত বছরে ট্রিপল ইঞ্জিনের সরকার ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে সমতল পর্যন্ত সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের প্রশ্নে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বলে আজকের এই কর্মসূচি থেকে দাবি করেন বাম নেতারা। অন্যান্যদের মাঝে সিপিআইএম নেতা হেমন্ত কুমার জমাতিয়া, নারী নেত্রী গায়ত্রী দত্ত, অরুণ দেববর্মা, ধনঞ্জয় দেববর্মা, প্রমুখ  উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *