তেলিয়ামুড়া ডেস্ক, ২৯ ডিসেম্বর।।
                     সম্প্রতি বাংলাদেশের মৌলবাদীদের মদতে উত্তেজিত জনতা  হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের অমানবিক হত্যার প্রতিবাদে ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের তেলিয়ামুড়া শাখা তেলিয়ামুড়া শহরে মোমবাতি মিছিল করে।  সোমবার সন্ধ্যায়  মিছিলটি তেলিয়ামুড়ার অম্পি চৌমুহনী  থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের অম্পি চৌমুহনীতে এসে শেষ হয়।এদিনের মোমবাতি মিছিলের মধ্যে অংশগ্রহণ করেন ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্যরা ছাড়াও তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংস্থার প্রতিনিধিরা। মিছিলে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি কানাই লাল কর্মকার, সম্পাদক রমল দাস, তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণপদ দাস।        ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক রমল দাস বলেন, “বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং হত্যার ঘটনা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। দিপু চন্দ্র দাসের অমানবিক হত্যার প্রতিবাদে আমরা আজ এই মোমবাতি মিছিলের মাধ্যমে ধিক্কার জানাচ্ছি। আমরা আশা করি আন্তর্জাতিক সমাজ এবং বাংলাদেশ সরকার হিন্দুদের উপর এই নিপীড়ন বন্ধে পদক্ষেপ নেবে।” মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীরা মানবাধিকারের প্রতি সচেতনতা ও সহানুভূতির বার্তা পৌঁছে দিতে মোমবাতি হাতে নিয়েছেন বলে দাবি সংগঠনের নেতৃত্বের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *