ডেস্ক রিপোর্টার, ৩১ অক্টোবর।।
প্রথা মেনে শুক্রবার পাবিয়াছড়া বিধানসভায় পালিত হলো সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিন। কুমারঘাটে বিজেপির নেতা – কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে পালিত হয়েছে দেশের “লৌহ মানব” হিসাবে খ্যাত প্রথম উপ – প্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিন।উপস্থিত বিজেপি নেতৃত্ব সহ সাধারণ মানুষ সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করেন। গোটা অনুষ্ঠান হয় ঊনকোটি জেলার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি পবিত্র দেবনাথের নেতৃত্বে। তবে অবশ্যই উপস্থিত থাকতে পারেন নি পাবিয়াছড়ার বিধায়ক ভগবান দাস। এদিন তিনি সাংগঠনিক কাজের জন্য ছিলেন আগরতলায়।
সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম দিনে বিধায়ক ভগবান দাস নিজের নির্বাচনী ক্ষেত্রে কেন উপস্থিত ছিলেন না? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে অপপ্রচার।
বিধায়ক ভগবান দাস জানিয়েছেন, ” সাংগঠনিক কাজের জন্য তাঁকে আগরতলায় অবস্থান করতে হয়েছে। এই মুহূর্তে রাজধানীতে আছেন কেন্দ্রিয় নেতৃত্ব। সাংগঠনিক ব্যস্ততার জন্যই তিনি সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে পাবিয়াছড়াতে উপস্থিত থাকতে পারেননি।”
ভগবান দাস জানিয়েছেন, তিনি মন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় প্রকল্পের অর্থে রাজ্য বিধানসভায় ডাঃ বি আর আম্বেদকরের মূর্তি বসিয়ে ছিলেন। তখনই কুমার ঘাটেও বসানো হয়েছিল সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি।
পাবিয়াছড়া মণ্ডল নেতৃত্বের বক্তব্য, যথা যথ সন্মানের সঙ্গেই তারা কুমারঘাটে সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তির সামনে তাঁর জন্ম দিন পালন করেন । তবে একাংশ মানুষ বিধায়ক ভগবান দাসের অনুপস্থিত থাকার বিষয়টিকে ইস্যু করতে শুরু করেছে। এটা কোনো ভাবেই কাম্য নয় বলে মনে করছেন মণ্ডল নেতৃত্ব।

