ডেস্ক রিপোর্টার, ২৭ আগস্ট।।
রাজ্যের বেকার যুবকরা এবার সরাসরি শরণাপন্ন হয়েছে সাংসদ বিপ্লব কুমার দেবের কাছে।২০২৫- ২৬ সালের আধা সামরিক বাহিনীর এস এস জিডি পদের ইন্টার্ভিউ- র শারীরিক পরীক্ষা ত্রিপুরায় আয়োজন করার জন্য বেকাররা অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে। এই দাবিকে সামনে রেখে বুধবার বেকাররা জড়ো হয়েছিল আগরতলার। স্বামী বিবেকানন্দ ময়দানে।
এস এস জিডি পদের শারীরিক পরীক্ষার ভ্যানু করা হয়েছিল মিজোরামে। তাও আবার সেই রাজ্যের রাজধানী আইজল থেকে আরো অনেক দূরে। আইজল থেকে সেই জায়গাতে পৌঁছতে মাথা পিছু ভাড়া গুনতে ৬০০ টাকা করে। ইন্টারভিউ ভৌগলিক পরিবেশও পৃথক।তাছাড়া এতো দূরে জার্নি করে পরীক্ষায় সাফল্যও পাওয়া যায় নি।
স্বামী বিবেকানন্দ ময়দানে অবস্থানরত যুবকরা জড়ো হয়ে বলেন, আধা সামরিক বাহিনীর এস এস জিডি পদে প্রতি বছর নিয়োগ হয়। তার জন্য ত্রিপুরার আলাদা কোটা থাকে। এস এস জিডি পদের ইন্টারভিউর শারীরিক পরীক্ষা হয়ে থাকে রাজ্যেই। বিশেষ ভাবে আসাম রাইফেলস মাঠে। কিন্তু এবার
এস এস জিডি পদের শারীরিক পরীক্ষার ভ্যানু করা হয়েছিল মিজোরামে। তাও আবার সেই রাজ্যের রাজধানী আইজল থেকে আরো অনেক দূরে। আইজল থেকে সেই জায়গাতে পৌঁছতে মাথা পিছু ভাড়া গুনতে ৬০০ টাকা করে। ইন্টারভিউ ভৌগলিক পরিবেশও পৃথক।তাছাড়া এতো দূরে জার্নি করে পরীক্ষায় সাফল্যও পাওয়া যায় নি।স্বাভাবিক ভাবেই রাজ্যের অধিকাংশ ছেলে শারীরিক পরীক্ষায় অকৃতকার্য হয়ে ফিরে এসেছে রাজ্যে।
তাদের বক্তব্য, ২০২৫- ২৬- র আরো একটি রিক্রুটমেন্ট যেন রাজ্যে করা হয়। তারা এই দাবী জানিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে।সম্প্রতি একই ইস্যু নিয়ে সরব হয়েছিলো প্রদেশ কংগ্রেস।এবার চাকরী প্রত্যাশীরা।
কিন্তু লক্ষ্যনীয় বিষয় বিবেকানন্দ ময়দানে জড়ো হওয়া ছেলেরা বিপ্লব কুমার দেবের কাছে আর্জি জানিয়েছে। অথচ তারা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলেনি। কেউ কেউ চাকরী প্রত্যাশীদের এই ভূমিকায় পেছনে অন্য কোনো রহস্যের গন্ধ পাচ্ছে।