#Tripura #Atharamura #bullet #injury #Janatar#Mashal

আলু সংগ্রহের সময় হঠাৎ করে অদৃশ্য থেকে স্বপ্না দেববর্মার কানের পাশে বুলেটের আঘাত লাগে।


সন্ধ্যা রাতে  আঠারোমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে স্বপ্না দেববর্মাকে উদ্দেশ্য করে কে গুলি করেছে? কোথা থেকেই বা পাহাড়ে আসলো আগ্নেয়াস্ত্র ? পুলিশ কি দুষ্কৃতীদের খোঁজে বের করতে পারবে? অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন।

ডেস্ক রিপোর্টার,১৪ নভেম্বর।।
               আঠারোমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে গুলিবিদ্ধ স্বপ্না দেববর্মা(৩৮) নামে এক জনজাতি মহিলা।বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পিবার সন্ধ্যার এই ঘটনায় এলাকায় বিরাজ করছে উত্তেজনা। স্বপ্না দেববর্মার গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে রাজ্যের পাহাড়ে ফের বাড়ছে বেআইনি অস্ত্রের আস্ফালন। ঘুমে পুলিশ – গোয়েন্দা। গ্রাম – পাহাড়ে কি আবারো  নিজস্ব চেহারায় ফিরছে সন্ত্রাসবাদ? উঠছে প্রশ্ন।

।।বিজ্ঞাপন।।

শারীরিক অবস্থা অবনতি হওয়াতে স্বপ্নাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় আঠারোমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে বন্য আলু সংগ্রহ করতে গিয়েছিলেন স্বপ্না দেববর্মা সহ আরো  তিন জনজাতি মহিলা। আলু সংগ্রহের সময় হঠাৎ করে অদৃশ্য থেকে স্বপ্না দেববর্মার কানের পাশে বুলেটের আঘাত লাগে। সঙ্গে সঙ্গে স্বপ্না মাটিতে লুটিয়ে পড়ে।

।।বিজ্ঞাপন।।

এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে উঠে উপস্থিত দুই মহিলা।তাদের চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় স্বপ্না দেববর্মাকে নিয়ে আসা হয়মুঙ্গিয়াকামি  হাসপতালে। শারীরিক অবস্থা অবনতি হওয়াতে স্বপ্নাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে জিবিতেই চলছে চিকিৎসা।

।।বিজ্ঞাপন।।

কোথায় থেকেই বা পাহাড়ে আসলো আগ্নেয়াস্ত্র?

সন্ধ্যা রাতে  আঠারোমুড়া পাহাড়ের গভীর জঙ্গলে স্বপ্না দেববর্মাকে উদ্দেশ্য করে কে গুলি করেছে? কোথায় থেকেই বা পাহাড়ে আসলো আগ্নেয়াস্ত্র ? পুলিশ কি দুষ্কৃতীদের খোঁজে বের করতে পারবে? অবশ্যই এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *