ডেস্ক রিপোর্টার, ২০ আগস্ট।
টুয়েপ প্রকল্পে বছরে একশো দিনের কাজের নিশ্চয়তা প্রদান করা সহ আসন্ন শারদ উৎসব উপলক্ষে টুয়েপ শ্রমিকদের পঁচিশ দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এই সংক্রান্ত দশ দফা দাবির ভিত্তিতে ভারতের কমিউনিস্ট পার্টি কৈলাসহর শহর অঞ্চল কমিটির পক্ষ থেকে বুধবার দুপুরে কৈলাসহরের পুর পরিষদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার হেমন্ত ধরের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন কৈলাসহর পুর পরিষদের প্রাক্তন কাউন্সিলর মোহিত লাল ধর। সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা বিশু দাস, কান্তি লাল দেব, সজল দেব, নারী নেত্রী আনোয়ারা বেগম।ডেপুটেশন প্রদান করার পূর্বে সিপিআইএমের দলীয় কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর পরিষদ অফিসে জড়ো হয়ে ডেপুটেশন দেয়। ডেপুটেশন প্রদান শেষে বাম নেতা বিশু দাস জানান, কৈলাসহর পুর পরিষদের নানান ও ব্যবস্থার কথা তুলে ধরেন।
