আগরতলা,১ নভেম্বর।।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষে অয়োজন করে মেগা লাকি ড্র যা ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও ‘চমক ভরা ধনতেরস ২০২৫’ উৎসবে অংশগ্রহণকারি ক্রেতা বন্ধুদের মধ্যে থেকে সৌভাগ্যবান বিজয়ীদের বেছে নিয়েছে।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স -এর ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ ও ‘চমক ভরা ধনতেরাস’ উৎসবে চলা অফার দুইটি যথাক্রমে কলকাতা ও ত্রিপুরার সংস্থার সব শোরুমে ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর ও ১০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত হয়।
এই দুটি বিশেষ উৎসব অফারের কেনাকাটার কুপনের মধ্যে মেগা লাকি ড্র অনুষ্ঠিত হয় ১ নভেম্বর, আগরতলা প্রেস ক্লাবে।মিস খুমজার দেববর্মা, ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’, উপস্থিত থেকে বিজয়ী কুপনগুলি তোলেন এবং সৌভাগ্যবান গ্রাহকদের নাম ঘোষণা করেন।
প্রতিটি ড্র-এর আগে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কুপনগুলি মিশিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।উল্লেখ্য খুমজার দেববর্মাকে গত বছর শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর যুব মুখ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর তিনি ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’ খেতাব জিতে এই বছরের আগস্ট মাসে জয়পুরে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স–ইন্ডিয়া’ ফাইনাল-এ অংশগ্রহণ করেন।
দিনের অনুষ্ঠান শুরু হয় খুমজার দেববর্মাকে সংবর্ধনা জানিয়ে — ত্রিপুরায় সেরার মুকুট জেতার জন্য এবং পরবর্তী সময় ভারতের অন্যান্য রাজ্যের বিজয়ী প্রতিযোগীদের সঙ্গে জাতীয় স্তরে অংশ নিয়ে রাজ্যের সম্মান বাড়ানোর জন্য ।
একই সঙ্গে ত্রিপুরার তরুণ প্রজন্মকে আত্ম বিশ্বাসী করে তোলা ও মানসিকভাবে জোর বাড়ানোর জন্য এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর যুব মুখ হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য।
সংবর্ধনা ও আন্তরিক ভালোবাসায় ভরা অনুষ্ঠানের পর শুরু হয় লটারি ড্র, যেখানে ত্রিপুরার এই স্বর্ণকন্যা সমস্ত কুপনের মধ্যে থেকে সৌভাগ্যবান বিজয়ীদের বেছে নেন এবং তাদের নাম ঘোষণা করেন।
পাঁচজন সৌভাগ্যবান গ্রাহক হলেন:
১. শ্রীমতী তপশ্রী দেব … H 1827
২. শ্রী দীপক ভট্টাচার্য… J 1911
৩. শ্রীমতী কুকিলা কলাই … M 2603
৪. শ্রীমতী দীপান্বিতা রানা… SPLC 8
৫. শ্রী অংশ সাহা … E 1018
পুরস্কার হিসেবে প্রাপ্ত স্কুটির চাবি আগামী মাসে এক বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।খুমজার দেববর্মা বলেন, “আজ এখানে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে ত্রিপুরার যুব মুখ হিসেবে তুলে ধরার জন্য এবং আমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে ধন্যবাদ জানাই ।
তিনি আরও যোগ করেন, “ আমি মেগা ড্র-এর বিজয়ীদেরও অভিনন্দন এবং তাঁদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “খুমজার দেববর্মা আমাদের ত্রিপুরার যুব মুখ —তিনি ‘মিস ইউনিভার্স–ত্রিপুরা’ খেতাব জিতেছেন ও জয়পুরের ফাইনালে অংশ নিয়েছেন বলে আমরা অত্যন্ত গর্বিত। আজকের এই সংবর্ধনা আসলে আমাদের আনন্দ ও গর্বের প্রকাশ — খুমজারের সাফল্য আমাদের প্রত্যাশাকে আরও উজ্জ্বল করেছে।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা আমাদের সকল গ্রাহকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই — তাঁদের অপরিসীম ভালোবাসা ও সমর্থনই আমাদেরকে প্রতিনিয়ত আরো ভালো কাজ করার ও গ্রাহক সেবায় মনোযোগী করে তোলে।”
তিনি আরও বলেন, “আমরা এই সুযোগে মেগা ড্র-এর সৌভাগ্যবান বিজয়ীদের অভিনন্দন এবং আগত মরসুমের জন্য আমাদের সকল গ্রাহকদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।

