“শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন “শুভ বিবাহ উৎসব”, “এই বছর আমাদের প্রিয় গ্রাহকদের সমর্থন ও উৎসাহের কারণে উনিশতম বর্ষে পদার্পণ করেছে।”
ডেস্ক রিপোর্টার,১২ জানুয়ারি।।
রাজধানীর মানিক্য এনক্লেভে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স “শুভবিবাহ উৎসব” লাকি ড্র এবং মেগা লাকি ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শুভ বিবাহ উৎসব ১৮ই নভেম্বর ২০২৫ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহু অফার ও আকর্ষণের সঙ্গে সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল – যার মধ্যে ছিল সিমলা, জয়পুর এবং গোয়ায় ৩টি হানিমুন প্যাকেজের লাকি ড্র এবং থাইল্যান্ডের ফুকেতে হানিমুন প্যাকেজের ১টি মেগা ড্র। এই মাসের শুরুতে লাকি ড্রয়ের মাধ্যমে কুপনগুলি বেছে নেওয়া হয়েছিল। উওর জেলার জেলা শাসক চাঁদনি চন্দ্রন, উত্তর ত্রিপুরা-মেগা লাকি ড্র অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। লাকি ড্র বিজয়ীরা হলেন-সুনীল সরকার, আমতলী (কুপন এ ১৭২৭), ঝর্না সোম, কল্যাণপুর (কুপন এ ১৫০১), বিশ্বরাণী জামাতিয়া, উদয়পুর (কুপন ডি ১০২৪), যারা যথাক্রমে সিমলা, জয়পুর ও গোয়া-তে “৩ রাত, ৪ দিনের হানিমুন প্যাকেজ” জিতেছেন। এবং মেগা ড্র-এর বিজয়ী অস্মিতা সাহা, ধর্মনগর (কুপন এ ১২৮৮) থাইল্যান্ডের ফুকেতে “৩ রাত, ৪ দিন হানিমুন প্যাকেজ” জিতেছেন। এদিন “পুরস্কার বিতরণী” অনুষ্ঠানে চারজন ভাগ্যশালী বিজয়ীদের তাদের পুরস্কৃত প্যাকেজগুলি তুলে দেওয়া হয়। কুপনগুলি পেয়ে সৌভাগ্যবান গ্রাহকদের মুখে আনন্দ ও উচ্ছাস ফুটে উঠে। শ্যাম সুন্দরের এদিনের অনুষ্ঠানটি আনন্দ এবং উদযাপনের পরিবেশে ঘেরা ছিল।

“শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন “শুভ বিবাহ উৎসব”, “এই বছর আমাদের প্রিয় গ্রাহকদের সমর্থন ও উৎসাহের কারণে উনিশতম বর্ষে পদার্পণ করেছে”।
প্রতিষ্ঠানের অপর ডিরেক্টর রূপক সাহা সৌভাগ্যবান বিজয়ীদের শুভেচ্ছা জানান ও তাদের আনন্দময় ছুটি উপভোগ ও নিরাপদ প্রত্যাবর্তনের কামনা করেন। এক আনন্দময় উজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে এদিনের এই সুন্দর অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

