কৈলাসহর ডেস্ক, ১৬ সেপ্টেম্বর।।
           পানীয়জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা। ঘটনা কৈলাসহরের পঞ্চমনগর এলাকায়। অবরোধকারী গ্রামবাসীরা জানান যে, বিগত তিন মাস ধরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের পঞ্চমনগর এলাকায় তীব্র পানীয়জলের সংকট চললেও সংশ্লিষ্ট দপ্তর উদাসীন। গ্রামবাসীরা কয়েকবার লিখিত ভাবে এবং মৌখিক ভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানোর পরও দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভুমিকা নেওয়া হয়নি। এমনকি দপ্তরের পক্ষ থেকে পঞ্চমনগর এলাকায় গাড়ি দিয়ে পানীয়জল সরবরাহের ব্যবস্থাও করেনি বলে জানান অবরোধকারী গ্রামবাসীরা। বিগত এক বছর পূর্বে এলাকায় দুইটি পাম্প মেশিন বসানো হলেও দপ্তরের পক্ষ থেকে  আজ অব্দি পাম্প অপারেটর নিয়োগ করা হয়নি। যদি পাম্প অপারেটর নিয়োগ করা হতো তাহলে সময় মতো গ্রামবাসীরা প্রতিদিন পানীয়জল পেয়ে যেতেন বলেও জানান। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের উদাসীনতার কারনে গ্রামবাসীরা বিক্ষুব্ধ হয়ে  ১৬সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর হাসপাতাল সংলগ্ন ২০৮ বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে। জাতীয় সড়ক অবরোধে পঞ্চমনগর গ্রামের পুরুষদের পাশাপাশি মহিলারাও খালি কলসি এবং বালতি নিয়ে হাজির হয়েছেন। সংবাদ পাঠানো অব্দি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন চলছে। জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধের দুপাশে প্রচুর গাড়ি আটকে পড়েছে এবং নিত্যযাএীরা নাজেহালের শিকার হচ্ছেন। অবরোধস্থলে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনী মজুত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *