খোয়াই ডেস্ক ,১২ সেপ্টেম্বর ।
     ক্যান্সার আক্রান্ত হওয়া এক রোগীর মৃতদেহ দাহ করা কেন্দ্র করে পুলিশের উপর আস্থা হারিয়ে
পদত্যাগ করলেন পঞ্চায়েত সহ ছয় জন সদস্য। ঘটনা চাম্পাহাওর থানার সিপাই হাওয়া গ্রাম পঞ্চায়েতে। শুক্রবার বিডিও কাছে গিয়ে প্রধান ও সদস্যরা পদত্যাগ করেন।
    সিপাই হাওয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অভিযোগ, গত ৯ সেপ্টেম্বর রাতে পাশের গ্রামের বাসিন্দা তপন দে ক্যান্সার আক্রান্ত হয়।  মৃত্যুর পর
তপন দে’র শবদেহ সৎকার করার জন্য পরিবারের লোকজন সিপাই হাওয়া গ্রাম পঞ্চায়েতের শ্মশানে। এটা জানাজানি হওয়ার পর গ্রামের লোকজন বেরিয়ে আসে বাড়িঘর থেকে। সঙ্গে আসেন প্রধান ও পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা।প্রত্যেকেই শবদেহের সৎকারের জন্য আপত্তি জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল পুলিশ। তখন উপস্থিত পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ঝামেলা হয়।
          পঞ্চায়েত নির্বাচিত জন প্রতিনিধিদের অভিযোগ ছিলো, পুলিশ তাদের নামে মিথ্যা কথা বলে মামলা নিয়েছে। এই ঘটনার প্রতিবাদে পঞ্চায়েতের ছয় জন নির্বাচিত সদস্য তাদের পদ পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এবং শেষ পর্যন্ত তারা পদত্যাগ করেন।







Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *