#Tripura # CM #Launching #Skill #Uday #Tongnai#Janatar #Mashal।
দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই প্রশিক্ষণ।

ডেস্ক রিপোর্টার, ৭ফেব্রুয়ারি।।
আধুনিক সময়ের বৈশ্বিক বাজারে কর্মদক্ষতার চাহিদাকে মাথায় রেখে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অন্তর্গত মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প (MMUDP) নিরলস ভাবে কাজ করে চলছে। অত্যন্ত কম বয়স থেকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের প্রায় ৮০,০০০ স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে শুক্রবার থেকে শুরু হয়েছে “স্কিল উদয় তংনাই”।

এদিন আগরতলা টি আই টি অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী নয়া স্টেট এমআইএস পোর্টাল ও ৯৮৩ টি স্কুলে প্রায় ৭০,০০০ ছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম, ৭০০০ কলেজ পড়ুয়াদের জন্য এনএসডিসি প্রোগ্রাম, ১৬০০ শিক্ষার্থীর জন্য ” ই ই ই ” প্রোগ্রামের শুভারম্ভ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা বলেন, আধুনিক প্রযুক্তির এক অন্যতম বরদান ড্রোন টেকনোলজি।এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্র, সুরক্ষা, বিদ্যুৎ পরিষেবা, বন্যপ্রাণী সংরক্ষণ, বিপর্যয় মোকাবিলা, প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা সহ একাধিক ক্ষেত্রে কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব।
এদিন মুখ্যমন্ত্রী “স্কিল উদয় তংনাই” কার্যক্রমে এই প্রযুক্তির পরিদর্শন করেন। পরবর্তীতে এই প্রযুক্তিতে প্রশিক্ষিত দুই জন মাষ্টার ট্রেনারকেও সম্মাননা প্রদান করেন ।