#Agartala #ADC #Politics #TMP #Pradyut #Janatar Mashal।

প্রদ্যুৎ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই  দীপাবলি উৎসবে তিপ্রাসাদের মধ্যে বিদ্বেষের বীজ বপন করে দিয়েছেন!


“আলোর উৎসব দীপাবলি একটা মিলন মেলা। অন্ধকারকে পেছনে ফেলে আলোর দিকে ধাবিত হওয়া। আর প্রদ্যুৎ এদিনেই থানসা – থানসা বলে জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে কৌশলে বিভেদের বীজ ছড়িয়ে দিয়েছেন। প্রদ্যুৎ বলেন, রাজ্যের ৩০ শতাংশ জনজাতি মানুষ এক ছাতার তলে চলে এলে কেউই তাদের আটকাতে পারবে না।”

ডেস্ক রিপোর্টার, ৩রা নভেম্বর।।
                 ” এক সময় তিপ্রাসাদের মধ্যে থানসা ছিলো। তখন তারা ত্রিপুরায় রাজত্ব করত। এখন তিপ্রাসাদের থানসা নেই। তাই ত্রিপুরায় রাজত্ব করে অন্য কেউ।”- বক্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। বৃহস্পতিবার এডিসিতে দীপাবলি উৎসবের কালীপুজোর মঞ্চে তিনি একথা বলেছেন। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর উৎসবের মঞ্চেও রাজনীতি করতে পিছপা হন নি। বরং তিনি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে উৎসবে তিপ্রাসাদের মধ্যে বিদ্বেষের বীজ বপন করে দিয়েছেন।

।।বিজ্ঞাপন।।

প্রদ্যুৎ কিশোর বলেন, এক সময়ে তিপ্রাসারা মিজোরাম পর্যন্ত রাজত্ব করতো।একতা না থাকার কারণে ধীরে ধীরে তারা রাজত্ব হারিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে অন্যরা ত্রিপুরার ব্যাটন ধরেছে।এবং বর্তমান রাজত্ব করছে। ” অন্যরা কারা”? এটা অবশ্যই প্রদ্যুৎ খোলসা করেন নি। তবে প্রদ্যুৎ খোলসা না করলেও এই রাজ্যের মানুষের বুঝতে অসুবিধা হয় নি,তিনি কোনো সম্প্রদায়ের লোকজনকে টার্গেট করে একথা বলেছেন।


প্রদ্যুৎ বলেন, রাজ্যের ৩০ শতাংশ জনজাতি মানুষ এক ছাতার তলে চলে এলে কেউই তাদের আটকাতে পারবে না।

রাজনৈতিক পর্যবেক্ষকদের কথায়, আলোর উৎসব দীপাবলি একটা মিলন মেলা। অন্ধকারকে পেছনে ফেলে আলোর দিকে ধাবিত হওয়া। আর প্রদ্যুৎ এদিনেই থানসা – থানসা বলে জনজাতি সম্প্রদায়ের মানুষের মধ্যে কৌশলে বিভেদের বীজ ছড়িয়ে দিয়েছেন। প্রদ্যুৎ বলেন, রাজ্যের ৩০ শতাংশ জনজাতি মানুষ এক ছাতার তলে চলে এলে কেউই তাদের আটকাতে পারবে না। পুনরায় জনজাতিরা এই রাজ্যে রাজত্ব করতে পারবে। আর নিজেরা বিভক্ত হয়ে থাকলে কখনও জনজাতিদের দুঃখ দূর হবে না।


।।বিজ্ঞাপন।।

আরো খবর পড়ুন

https://x.com/janatarmashal24/status/1852687576785953157?t=ANnQXMQ5EqldfEcT29TY4g&s=19

প্রদ্যুৎ কিশোর বারবার বুঝানোর চেষ্টা করেছেন, জনজাতিরা প্রতারিত হচ্ছে।তাদের অধিকার কেড়ে নিচ্ছে অন্য কেউ।

প্রদ্যুৎ কিশোর বলেন, তাঁর লড়াই জনজাতিদের স্বার্থে। সবাই এক হলে দূর হবে জনজাতি সম্প্রদায়ের মানুষের দুঃখ দুর্দশা। পথ দেখবে গরীব জনজাতিরা। এদিন ঘুরিয়ে ফিরিয়ে প্রদ্যুৎ কিশোর বারবার বুঝানোর চেষ্টা করেছেন, জনজাতিরা প্রতারিত হচ্ছে।তাদের অধিকার কেড়ে নিচ্ছে অন্য কেউ।তাই জনজাতিদের একত্রিত হয়ে লড়াই করতে হবে।তবেই আসবে সাফল্য।শুধু তাই নয়, রাজ্যের ক্ষমতার মান দ্বন্দ্বও ছিনিয়ে নিতে পারবে।


আরো খবর পড়ুন

https://janatarmashal.com/tripura-news-raju-bimanas-is-now-past-tripura-news

প্রদ্যুৎ বরাবরের মতো উৎসবের দিনেই উস্কানি মূলক বক্তব্য রেখেছেন!

তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোরের এই ধরনের বক্তব্য নিয়ে ঝড় উঠছে রাজনৈতিক মহলে।আসলে প্রদ্যুৎ কি চাইছেন? রাজনীতিকদের কথায়, তিনি বরাবরের মতো উৎসবের দিনেই উস্কানি মূলক বক্তব্য রেখেছেন। এটা অবশ্যই রাজ্যের জন্য সুখকর নয়। বারবার দেখা গিয়েছে প্রদ্যুৎ কিশোরের আলতো কথার পরেই রাজ্যে সৃষ্টি হয়ে থাকে অশান্তির বাতাবরণ।
                


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *