কৈলাসহর ডেস্ক, ২৬ জানুয়ারি।।
               দেশের অন্যান্য প্রান্তের সাথে সঙ্গতি রেখে ঊনকোটি জেলা ভিত্তিক ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে সোমবার।  কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এই জেলা পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনিই উত্তোলন করেন জাতীয় পতাকা।পতাকা উত্তোলনের পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর বিধানসভার বিধায়ক বীরজিত সিনহা, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেব রায়, জেলাশাসক ডঃ তমাল মজুমদার, জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর এবং মহকুমা শাসক বিপুল দাস সহ প্রশাসনের আধিকারিক ও বিশিষ্টজনেরা।
কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করার পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এই বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রান্তের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়।যা মূলত আমাদের দেশের ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে দর্শকদের সামনে অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত করেছে।
বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্ক রায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির বাস্তবায়ন ও সুবিধা নিয়ে আলোচনা করে ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *