আগরতলা, ৩ জানুয়ারি।।
    ৪৩তম জাতীয় যোগা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে রাজ্যে ফিরলো ত্রিপুরা যোগা দল । ত্রিপুরাকে প্রতিনিধিত্ব করতে ঝাড়খণ্ডের ধানবাদে এবার যে ৫৭ জনের দল অংশগ্রহণ করেছিল সেখানে অভূতপূর্ব ফল করে রাজ্য দল I ৪ টি স্বর্ণ পদক, ৭ টি রৌপ্য  পদক ও ৪ টি ব্রোঞ্জ পদক জিতে রানার্স-আপ হয় এবং সবথেকে উল্লেখযোগ্য হল রাজ্য যোগা খেলোয়াড় দেবান্তর বর্ধন সমস্ত প্রতিযোগীদের মধ্যে ‘ভারত সেরা’ উপাধি পায় । ত্রিপুরা যোগা দলকে সংবর্ধনা জানাতে স্টেশনে উপস্থিত ছিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স । শ্যাম সুন্দর কোং জুয়েলার্স সমস্ত প্রতিযোগী ও প্রশিক্ষকদের স্টেশনে আন্তরিক অভ্যর্থনা জানায় এবং উষ্ণতার সাথে বরণ করে নেন।শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- র পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *