ডেস্ক রিপোর্টার, ২৫ অগাষ্ট।।
ফের রাজপথে ২০২২ সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। সোমবার তারা জড়ো হয়েছে টিআরবিটি অফিসের সামনে। আন্দোলনকারীদের বক্তব্য , সরকার দেখতে দেখতে তিন বছর কাটিয়ে দিয়েছে। এখনো পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয় নি। এই মুহূর্তে সরকার সুপ্রিম কোর্টের দোহায় দিচ্ছে।ইতিমধ্যে বের হয়েছে নতুন নোটিফিকেশন। আন্দোলনকারীদের কথায়, নতুন নোটিফিকেশন অনুযায়ী, তিন বছর আগে তাদের দেওয়া পরীক্ষা বাতিল হতে পারে। তারা জানিয়েছেন, তৎকালীন সময়ে সরকার রিজার্ভেশন রাখে নি। তা মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। তার জন্য তারা দায়ী নয়। টানা তিন বছর ধরে পরীক্ষার্থীরা অপেক্ষায় রয়েছে। মুখ্যমন্ত্রী সহ দপ্তরের আধিকারিকদের কাছে ডেপুটেশন দিয়েছে। তারপরও কোনো কাজ হয় নি। বরং ২০২২ সালের গোটা পরীক্ষা প্রক্রিয়া বাতিল করার উদ্যোগ নিয়েছে সরকার। তা সম্পূর্ণ অমানবিক বলেও দাবি আন্দোলনকারীদের।
