ডেস্ক রিপোর্টার ,২৮ জুলাই।।
হঠাৎ করে জেগে উঠেছে রাজ্য রাজনীতির ঘুমপাড়ানি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেস গুটি কয়েক লোকজন নিয়ে মাঠে ঘাটে দৌড় ঝাঁপ শুরু করেছে।সোমবার অস্তিত্ব বিপন্ন তৃণমুল কংগ্রেস আগরতলা পুর নিগমে ডেপুটেশন দিয়েছে। এবং নিগমের কাজকর্ম নিয়ে ক্ষোভ উগলে দিয়েছেন পরিযায়ী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস।.
আগামী বছর রাজ্যে পুর নির্বাচন। এই নির্বাচনের আগে বঙ্গের তৃণমূল নেতারা কিছু টাকা পয়সা খরচা করবে। কয়েকটা আসনে দেবে প্রার্থী
দেবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টাকা বাক্স ধরতেই স্থানীয় জন বিচ্ছিন্ন নেতারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে মাঠে নেমেছে।২১- র পুর ভোটে রাজ্যের মানুষ দুইহাত ভরে তৃণমূলকে ভোট দিয়েছিল। আগরতলা পুরো নিগমে পেয়েছিলো ২৩ শতাংশ ভোট । এরপর থেকেই রাজ্যের মানুষের ভাববেগ নিয়ে প্রতারণা করে মমতার দল তৃণমূল কংগ্রেস।
এখন আগরতলার তৃণমূল ভবনের ঝাঁপ লাগানোর দায়িত্বে থাকা লোকজন সরব হচ্ছে নিগমের কাজকর্ম নিয়ে। করেছে বিক্ষোভ প্রদর্শন।
