তেলিয়ামুড়া ডেস্ক,২৮ জুলাই।।
হায় রে প্রেম! দুই অক্ষরের এই ছোট্ট কথাটি আজ আঠারো বছরের এক তরুণীর জীবনে নেমে আসে অভিশাপ হয়ে। বিগত কিছুদিন ধরেই তেলিয়ামুড়ার দশমিঘাট এলাকার যুবক আরিয়ান ঘোষের সাথে ভালোবাসার সম্পর্কে লিপ্ত হয় তেলিয়ামুড়ার গামাইবাড়ী লেম্বুছড়া এলাকার সুস্মিতা মালাকার। দীর্ঘদিন ধরেই তাদের এই প্রণয়ের সম্পর্কের মধ্যে ঝামেলা চলছিল। সোমবার দুপুরেও এই প্রেমিক যুগলের মধ্যে দীর্ঘক্ষণ ঝামেলা হয়। অভিযোগ, আরিয়ান ঘোষ তার। প্রেমিকা সুস্মিতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ বকাঝকা করে।
এই অপমান সইতে না পেরে সোমবার সন্ধ্যা নাগাদ নিজ বাড়িতে লোকজনের সুযোগ নিয়ে রান্নাঘরের সিলিং ফ্যানে ফাসিতে আত্মহত্যা করে
আঠারো বছর বয়সী সুস্মিতা মালাকার।
সুস্মিতার মা রান্না ঘরে মেয়ের ঝুলন্ত দেখে চিৎকার করতে শুরু করেন। ছুটে আসে প্রতিবেশীরা। খবর যায় তেলিয়ামুড়া থানায়। পুলিশ সুস্মিতাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সুস্মিতার মৃত্যুতে তেলিয়ামুড়া হাসপাতাল সহ লেম্বুছড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। বর্তমান সমাজ ব্যবস্থায় যুবক-যুবতীদের অনিয়ন্ত্রিত জীবনযাপন উদযাপন যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত সুস্মিতা। এক মাত্র কন্যা সন্তানের মৃত্যু শোকে আচ্ছন্ন সুস্মিতার গোটা পরিবার।
