ডেস্ক রিপোর্টার,২১ অক্টোবর।।
আলোর উৎসব দীপাবলিতে রাজ্যের স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান স্বর্ণ কমল জুয়েলার্স নিয়ে এলো স্বর্ণ জ্যোতি প্রকল্প। এই বছর থেকেই স্বর্ণ কমলের স্বর্ণ জ্যোতি প্রকল্পের যাত্রা শুরু। তারা প্রতি বছরেই এই প্রকল্প ধারাবাহিক ভাবে চালিয়ে যাবে।জানিয়েছে জুয়েলার্স কর্তৃপক্ষ।
স্বর্ণ জ্যোতি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আত্ম নির্ভর হওয়া পথ দেখিয়েছে স্বর্ণ কমল জুয়েলার্স। দীপাবলিতে যাত্রা শুরু হওয়া স্বর্ণ জ্যোতি প্রকল্প নিয়ে মহিলাদের অর্থনৈতিক ভাবে সুঠাম হওয়ার বার্তা দিয়েছেন সংস্থার কর্ণধার গোপল চন্দ্র নাগ। এবং একই সঙ্গে তিনি রাজ্যবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।
স্বর্ণ কমল জুয়েলার্সের স্বর্ণ জ্যোতি প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংস্থার প্রবক্তা সুরজিৎ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতেই স্বর্ণ জ্যোতি প্রকল্প সামনে নিয়ে এসেছেন সংস্থার কর্ণধার গোপাল চন্দ্র নাগ। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২২ মহিলাকে বিনা খরচে সেলাই মেশিন চালানোর ট্রেনিং দেওয়া হবে। তাছাড়া ১০টি সেলাই মেশিন প্রদান করা হবে তাদের কজ করার জন্য।
রাজ্যের আদিবাসী মহিলা সমিতিকে সঙ্গে নিয়েই স্বর্ণ কমল জুয়েলার্স তাদের স্বর্ণ জ্যোতি প্রকল্পের সূচনা করেছে। স্বর্ণকমল জুয়েলার্স- র স্বর্ণ জ্যোতি প্রকল্প প্রমাণ করেছে , ব্যবসার পাশাপাশি তারা সামাজিক ভাবেও দায়বদ্ধ। এবং অর্থনৈতিকভাবে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক স্বাচ্ছন্দ্য দিতেও বদ্ধ পরিকর গোপাল চন্দ্র নাগ নেতৃত্বাধীন স্বর্ণ কমল পরিবার।
