কৈলাসহর ডেস্ক, ২৮ মে।।
দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধি না করে, নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার প্রতিবাদে রাস্তায় নামে কৈলাসহরের চা বাগান শ্রমিকরা। প্রতিবাদী শ্রমিকরা রাস্তা অবরোধ করে বাগান সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। এবং ডাক দেয় ধর্মঘটের। চা শ্রমিকদের এই কর্মসূচি কেন্দ্র করে সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। চার শ্রমিকদের আন্দোলন কেন্দ্র করে বুধবার দিনভর উত্তেজনা বিরাজ করে গোলকপুর অঞ্চলে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কৈলাসহরের গকুল পুর চা বাগানের শ্রমিকরা এদিন সকাল থেকেই ধর্মঘট পালন করতে শুরু করে।শ্রমিকরা একত্রিত হয়ে গোলকপুর এলাকায় শ্রীরামপুর – ঈশান চৌধুরী পাড়ার মূল সড়ক অবরোধ করে। এবং বিক্ষোভ প্রদর্শন করে।
শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাগান মালিক কর্তৃপক্ষের প্রতিনিধি সুবীর পাল। তিনি আলোচনার মাধ্যমে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করি। কিন্তু কোনো ভাবেই শ্রমিকরা তার কথা মানতে রাজি হয়নি। শেষ পর্যন্ত মালিক গোষ্ঠীর প্রতিনিধিকে শ্রমিকদের সঙ্গে আলোচনা টেবিলে বসতে হয়। তার কাছে আন্দোলনকারী শ্রমিকরা ১৭ দফা দাবি তুলে ধরে।এদিনের আন্দোলনের নেতৃত্বে ছিলেন চা বাগান শ্রমিক নেতা সন্তোষ চাষা, দীপক মুন্ডা, কুটু উরাং, বিজন কুমার।
#Tripura #Koilasahar #Tea #Garden #labour#jm