ডেস্ক রিপোর্টার,১ নভেম্বর।।
রাজধানী থেকে ফের উদ্ধার এক যুবকের লাশ। তবে মৃতদেহ সনাক্ত করতে পারেনি পুলিশ। ঘটনা এনসিসি থানার লিচু বাগান ত্রিপুরা হাইকোর্ট সংলগ্ন জঙ্গলে। শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এনসিসি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেয় জিবি হাসপাতাল মর্গে। কিভাবে এই যুবক ঘন জঙ্গলে এলো? কাদের সঙ্গে এসেছে? বা মৃত্যুর কারনই বা কি? তা নিয়ে ধোঁয়াশা পুলিশ।জানিয়েছেন এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার।
সম্প্রতি আগরতলা শহর থেকে পর পর বেশ কয়েকটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতি ঘটনার সঙ্গেই সংশ্রব রয়েছে মাদক সিন্ডিকেটের।পুলিশের প্রাথমিক ধারণা লিচু বাগানে উদ্ধার হওয়া যুবকের লাস উদ্ধারের নেপথ্যে থাকতে পারে মাদক সিন্ডিকেটের সম্পৃক্ততা।

