ডেস্ক রিপোর্টার,২৬ আগস্ট।।
রাজ্যে নতুন ৪৫ জন মেডিক্যাল অফিসারের হাতে অফার লেটার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। মঙ্গলবার শহরের প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন চিকিৎসকদের হাতে অফার লেটার দিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্র সবসময়ই আমাদের অগ্রাধিকার। শুরু থেকেই আমরা চিকিৎসা পরিকাঠামোকে আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি — তা হোক জনবল বৃদ্ধি কিংবা অবকাঠামো নির্মাণ।নবনিযুক্ত ৪৫ জন স্পেশালিস্ট চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে আমাদের সরকারের উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকারকে আরও দৃঢ় করলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে এদিন বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত এবছরের ‘মুখ্যমন্ত্রী বার্ষিক রাজ্য শিক্ষা উৎকর্ষতা পুরস্কার-২০২৫ প্রদান করা হয় রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।মূলত এই অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের হাতে ট্যাবলেট তুলে দেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, গতানুগতিক শিক্ষার গন্ডি পেরিয়ে দেশে ও দশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যত প্রজন্মকে, কাজ করতে হবে সমাজ ও দেশের জন্য।