ডেস্ক রিপোর্টার, ২৭ জুলাই।।
                আশারাম বাড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠানে তিপ্রামথার কর্মীদের আক্রমণে আহত বিজেপির কর্মীদের দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার রাতে তিনি জিবিতে গিয়ে আহত বিজেপি কর্মীদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহত কর্মীদের চিকিৎসায় যেন কোনো ত্রুটি না থাকে তাও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
         রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লিখেন
” আশারামবাড়িতে প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি’র ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিপ্রা মথার দলীয় কর্মীরা যেভাবে হিংসাত্মক হামলা চালিয়েছে, তা অত্যন্ত ন্যক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এই হামলায় আমাদের অনেক বিজেপি কার্যকর্তা আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
  আমি হাসপাতালে পৌঁছে আহত কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিই ও চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশ দিই যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
  এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। সরকার স্পষ্ট করে জানিয়ে দিতে চায়—এই ধরণের নির্লজ্জ ও সহিংস আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
     মুখ্যমন্ত্রী তাঁর এই বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন দিয়েছেন, এই ঘটনায় জড়িতদের কোনো ভাবেই ছাড় দেওয়া হবে না। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন কি পারবে তিপ্রামথার দুষ্কৃতীদের গ্রেফতার করতে?” এই সন্দেহ প্রকাশ করছে সাধারন মানুষ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *