ডেস্ক রিপোর্টার, ১৭ সেপ্টেম্বর।।
     “স্বচ্ছ নারী – সশক্ত পরিবার”- নিজের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার মধ্য প্রদেশ থেকে প্রধানমন্ত্রী এই কর্মসূচির সূচনা করেন।
       স্বচ্ছ নারী – সশক্ত পরিবার – রাজ্যে এই কর্মসূচির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মূল অনুষ্ঠান হয় আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে। মুখ্যমন্ত্রী বলেছেন, বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।

স্বচ্ছ নারী – সশক্ত পরিবার এই কর্মসূচির মাধ্যমে গোটা দেশের মায়ের শরীরের নানান পরীক্ষা নিরীক্ষা করা হবে।তাদের শরীরে কোনো রকম সমস্যা আছে কিনা তা দেখার জন্য। তবে তা সম্পূর্ণ বিনা মূল্যে।
     এদিন আগরতলা মেডিকেল কলেজে আয়োজিত স্বচ্ছ নারী – সশক্ত পরিবার কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিল আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি নেত্রী পাপিয়া দত্ত সহ বিশিষ্ট চিকিৎসকরা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টিবি মুক্ত ভারতের স্বপ্নকে সাকার করার জন্য আগরতলা কেন্দ্রের ২১ জন টিবি আক্রান্ত রোগীর দায়িত্ব নিয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আক্রান্ত রোগীদের হাতে ফ্রুট বাস্কেট তুলে দিয়েছেন পাপিয়া দত্ত।নিঃসন্দেহে পাপিয়ার এই সামাজিক দায়িত্ববোধ প্রশংসার যোগ্য রাখে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *