ডেস্ক রিপোর্টার, ২১ এপ্রিল।।

                            ” রাজ্যে বিভেদ সৃষ্টিকারীরা এখনও সক্রিয়। তারা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আগেও করেছে। কিন্তু তারা কিছুই করতে পারবে না।”- বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সোমবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে দুইদিন ব্যাপী অনুষ্ঠিত গড়িয়া উৎসব ও বর্ষ বরণ অনুষ্ঠানে একথা বলেছেন মুখ্যমন্ত্রী।

            মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে প্রকারন্তে বিভেদকামী শক্তিকে সাবধান করে দিয়ে বলেছেন, রাজ্যের জাতি – জনজাতি মেল বন্ধন দীর্ঘ দিনের ঐতিহ্য। এই  ঐতিহ্যে একটা শক্তি বারবার ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু রাজ্যের মানুষ তাদেরকে গুরুত্ব দিতে নারাজ। মুখ্যমন্ত্রী প্রসঙ্গ টেনে বলেন, গড়িয়া পুজা জনজাতিদের বড় উৎসব। এই উৎসবে এতো দিন সরকারী বন্ধ ছিলো একদিন।এখন তা বাড়িয়ে করা হয়েছে দুইদিন।

।গড়িয়া উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী (ছবি – নিজস্ব)।

মুখ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, জনজাতিদের বিভিন্ন বাদ্য যন্ত্রকে বাঁচিয়ে রাখতে ইতিমধ্যে রাজ্য সরকার তিন কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যে বন্ধ হয়ে গিয়েছিল যাত্রাপালা ও নাটক। এই গুলিকে সরকার পুনরায় শুরু করেছে। তাছাড়া পুতুল নাচের সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হয়েছে। জনজাতি সম্প্রদায়ের নানান লুপ্ত প্রায় খেলাধুলাকে তুলে আনার জন্য উদ্যোগ নিচ্ছে সরকার।

         মুখ্যমন্ত্রীর কথায়, গড়িয়া থেকে গাজন, ধামাইল কিংবা হজাগিরি, রীতি -নীতি থেকে সংস্কৃতিতে জাতি -জনজাতির মেলবন্ধনের অনন্য নিদর্শন আমাদের রাজ্য ত্রিপুরা।রাজ্যের এই সাংস্কৃতিক গৌরবকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে রাজ্যব্যপী প্রতিনিয়ত কর্মসূচি গ্রহণ করছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। এই ধারাবাহিকতায় আজকের সংযোজন ‘গড়িয়া ও বর্ষবরণ উৎসব’। 

#Tripura #Agartala #gariyapuja #Barshabaran #JM 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *