ডেস্ক রিপোর্টার, ২৫ ফেব্রুয়ারি।।
                 ”  মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহা আমাদের একটু বিষ দিন।”_____ এই সংক্রান্ত প্লে কার্ড হাতে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিল ফায়ার সার্ভিসের চাকরী প্রত্যাশী বেকার যুবকরা।যদিও পুলিশ চাকরী প্রত্যাশীদের আটকে দেয়।তারা সাক্ষাৎ করতে পারে নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। শেষ পর্যন্ত নিরাশ হয়েই ফিরতে হয় বাড়িতে।
                     ২০২২ সালে রাজ্য সরকার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ও ড্রাইভার নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল সেই অনুযায়ী তাদের ইন্টারভিউ হয়। মোট ১৭৯৬ জন চাকরি প্রত্যাশী ইন্টারভিউতে বসেছিল এবং দিয়েছিল শারীরিক ও লিখিত পরীক্ষা। চাকরি প্রত্যাশীদের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত তাদের ইন্টারভিউ ফলাফল প্রকাশ করা হয়নি। ইন্টারভিউর পর একবার বোর্ড ভেঙ্গে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে নতুন বোর্ড গঠন করা হয় এবং নিয়োগ করা হয়েছিল চেয়ারম্যানকেও । তারপরও সরকার পরীক্ষার ফলাফল ঘোষণা করে নি।
       চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, মঙ্গলবার তারা সঙ্ঘবদ্ধ ভাবে  মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে আসার পরিকল্পনা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গোটা বিষয় খোলে বলা।কিন্তু দুর্ভাগ্য, পুলিশ তাদেরকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি। পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায়।এবং পরবর্তী সময়ে ছেড়ে দেয়।
             আন্দোলনকারীদের কথায়, তারা এর আগেও ফায়ার সার্ভিসের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা আশ্বাস দিয়েছিল পরীক্ষার ফলাফল ঘোষণা করা কিন্তু আজ পর্যন্ত দপ্তর তাদের দেওয়া প্রতিশ্রুতি  রাখতে পারেনি। তবে সাম্প্রতিককালে রাজ্য সরকার জেআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিয়োগ করেছে। আরো কিছু সরকারি দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তাই আশা করা যাচ্ছে, দেরী হলেও আগামী দিনে রাজ্য সরকার ফায়ার সার্ভিসের চাকরি প্রত্যাশীদেরও স্বপ্ন পূরণ করবে। তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আরো কিছুটা দিন।
           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *