আগরতলা, ১লা জুলাই।।
বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে আটক এক বিচারাধীন বন্দী কৈলাশ রায়ের মৃত্যুর রহস্য উন্মোচনে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মৃত কৈলাশ রায়ের বাড়ি শহরের খেজুরবাগানে । বিশালগড় কেন্দ্রীয় কার ঘরে বিচারাধীন অবস্থায় গত ২৯ জুন তার মৃত্যু হয়েছিল। এর আগে তাকে ২১ জুন এনসিসি থানার পুলিশ একটি মামলায় ( ৩৪/২৫) গ্রেফতার করা হয়েছিল।
ভারতীয় দণ্ডবিধির (বি.এন.এস.) ১৩২/৩২৪(২)/৩৫১ (৩)/৩(৫) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। কারাগারে মৃত্যুর পর জিবি হাসপাতালে কৈলাস রায়ের মৃতদেহের ময়না তদন্ত হয়। এরপর তার পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়।
কৈলাস রায়ের মৃত্যুর পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। এবং দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বুধবার কারা দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।
