ডেস্ক রিপোর্টার ,২৮ আগস্ট ।।
শিশু অধিকার সম্পর্কিত একদিনের উত্তর-পূর্ব আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলার প্রজ্ঞা ভবনে।বৃহস্পতিবারের এই গুরুত্ব পূর্ণ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ছিলেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। আজ একটি শিশুর সঠিক পরিচর্যা হলে সে আগামীদিনে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রতিটি শিশুর জন্য নিরাপদ, যত্নশীল এবং ক্ষমতায়নের পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ তারাই দেশের আগামীর কান্ডারী। তাই শিশুদের সঠিক ভাবে যত্ন নিলে দেশও আগামী দিনে সুঠাম হবে।
