কৈলাসহর ডেস্ক, ২৮ নভেম্বর।।
স্ত্রী – সন্তানকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ এক স্বামী। তার নাম বিজয় বৈদ্য। তার বাড়ি ধর্মনগরে শ্বশুর বাড়ি কৈলাসহর থানার সমরুরপার এলাকায়। ঘটনা শুক্রবার দুপুরে।যদিও স্ত্রী বাবলি দাস সন্তানকে নিয়ে স্বামীর ঘরে যেতে রাজি নন।
বিজয় বৈদ্য জানিয়েছে, গত বছর খানেক আগে সে বিয়ে করেছিল বাবলিকে। বিয়ের পর কাজের উদ্দেশ্যে স্ত্রীকে নিয়ে চলে যায় অসমে। এরপর নতুন কাজের সন্ধানে যায় পুনে। তবে পুনে যাওয়ার আগে অন্তঃসত্ত্বাকে শ্বশুর বাড়িতে দিয়ে যায়। এর মধ্যে জন্ম হয় তার এক পুত্র সন্তান। এখন সে ফিরে এসেছে পুনে থেকে। স্ত্রীকে নিতে আসে শশুর বাড়িতে। কিন্তু তার স্ত্রী যেতে রাজি হননি। বিজয় বাধ্য হয়ে দারস্ত হয় থানা পুলিশের। কৈলাসহর থানার পুলিশ সমস্ত আইনী প্রক্রিয়া সম্পন্ন করলেও বেকে বসেন স্ত্রী বাবলি। শেষ পর্যন্ত বিজয় ব্যর্থ হয়ে বলেন, স্ত্রী – সন্তানকে না পেলে শ্বশুর বাড়ির সামনেই আত্মহত্যা করতে বাধ্য হবে।

