তেলিয়ামুড়া ডেস্ক, ২৬ এপ্রিল।।
অগ্নিগ্ধ হয়ে গৃহবধূর জনক রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য! ঘটনা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর এলাকায় শনিবার সন্ধ্যা রাতে। মৃত গৃহবধূর নাম দীপান্বিতা সরকার পাল (২৩)
সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,,, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দীপান্বিতা সরকার পাল নামের ২৩ বছর বয়সী এক অগ্নিদগ্ধ গৃহবধূকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে নিয়ে আসে। সেখানে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক দেখতে পায় হাসপাতালে নিয়ে আসার পূর্বেই গৃহবধুর মৃত্যু হয়েছে। এলাকা সূত্রে খবর, আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর পূর্বে পশ্চিম জেলার বাসিন্দা দীপান্বিতা সরকারের সঙ্গে সামাজিকভাবে বিবাহ হয় তেলিয়ামুড়া মহকুমার শান্তিনগর এলাকার বাসিন্দা তপন পালের ছেলে তন্ময় পালের।

বিয়ের পর সবকিছু ঠিকঠাক থাকলেও, এলাকা সূত্রে খবর বিগত কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে হয়তো ঝামেলা চলছিল। আর হয়তো এই ঝামেলার জেরেই গৃহবধুর অগ্নিদগ্ধ হওয়ার এই ঘটনাটি ঘটেছে। তবে, কিভাবে গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছে সেই বিষয়ে কিছুই স্পষ্ট ভাবে এখনো জানাতে পারেনি কেউই। এলাকা সূত্রে আরো খবর, হয়তো গৃহবধূকে আত্মহত্যা করার জন্য বাধ্য করা হয়েছে, নয়তো অগ্নিদগ্ধ করে গৃহবধূকে প্রাণে মেরে ফেলা হয়েছে। তবে যাই হোক, গোটা ঘটনার রহস্য উন্মোচিত হবে সঠিক পুলিশি তদন্তের মধ্য দিয়েই।
তবে আশ্চর্যের বিষয় হল, হাসপাতালে গৃহবধুর মৃতদেহ নিয়ে আসার পর স্বামী ছাড়া পরিবারের আর কাউকেই হাসপাতালে দেখা যায়নি। এতে আরো গৃহবধুর মৃত্যুর রহস্য জোরালো হচ্ছে। বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রয়েছে গৃহবধুর মৃতদেহ, আগামীকাল ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনদের হাতে।।
#Tripura #Teliamura # Domestic #v@iolence#JM