ডেস্ক রিপোর্টার,২৩ অক্টোবর।।
তিপ্রা সিভিল সোসাইটি বনধের নামে রাজপথে করেছে গুন্ডামি। তাও আবার শহরের বীর পুঙ্গব পুলিশের সামনে। কিন্তু পুলিশ কিছুই করে নি। বরং সাধারণ নাগরিকদের শাসিয়ে বাড়ির পথ ধরিয়ে দেন এএসপি ধ্রুব নাথ ও সদর এসডিপিও দেব প্রসাদ রায়। বা, এটা পুলিশ বাবুদের কেমন বিচার? আসলে ঘুর পথে পুলিশ প্রশাসন প্রাক্তন বৈরী নেতা রঞ্জিত দেববর্মা নেতৃত্বাধীন তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধকে সমর্থন করেছে।এবং রাজপথে দাঁড়িয়ে পিকেটিংকারীদের পক্ষ নিয়েছে। ছিঃ ছিঃ। পুলিশ তুমি কার দালাল? বৃহস্পতিবার তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধকে রাজ্য সরকার মান্যতা দেবে না বলেই জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার।শুধু তাই নয় খোদ মুখ্যমন্ত্রীও।

তারপরও পুলিশ স্ব – উদ্যোগে তিপ্রা সিভিল সোসাইটির ডাকা ত্রিপুরা বনধকে সফল করতে। এবং সাধারণ মানুষকে হয়রানি করতে কম কসুর করে নি। আগরতলা উত্তর গেটে পুলিশের সামনেই একজন বাইক চালককে অকথ্য ভাষায় গালাগাল করেছে আন্দোলনকারীরা। তার দোষ তিনি সরকারী নির্দেশকে মান্যতা দিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
নিঃসন্দেহে রাজ্যের পশ্চিম জেলার আরবান এএসপি ধ্রুব নাথ ও সদর এসডিপিও দেব প্রসাদ রায় খোদ তাদের সরকার বিরোধী কাজ কর্মের মাধ্যমে লজ্জায় ফেলে দিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী ডাঃ মানিক সাহাকে। হায়রে পুলিশ! তোমরা আর কত করবে তিপ্রামথার দালালি?

