ডেস্ক রিপোর্টার, ২১অক্টোবর।।
প্রাক্তন বৈরী নেতা তথা তিপ্রামথার বিধায়ক রঞ্জিতদেববর্মা নেতৃত্বাধীন তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধকে মান্যতা দিচ্ছে না রাজ্য সরকার। ত্রিপুরা তথ্য দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে আগামী ২৩ অক্টোবর তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধ পালিত হবে না রাজ্যে।এদিন রাজ্যের সমস্ত সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে। কাজ কর্ম থাকবে স্বাভাবিক। এদিন সমস্ত সরকারি, সরকার অধিগৃহীত বিভিন্ন সংস্থার কর্মচারীরা এদিন নিয়মিত দায়িত্ব পালন করবেন। যান চলাচল থাকবে স্বাভাবিক।

আগামী ২৩ অক্টোবর রাজ্যে ভাই ফোঁটা। বাঙালির এই উৎসবে তিপ্রা সিভিল সোসাইটির ডাকা বনধ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। রঞ্জিত দেববর্মা এই বনধ ডেকে প্রকারন্তে তার বাঙালি বিদ্বেষের বহি: প্রকাশ ঘটিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বনধের তীব্র বিরোধিতায় সরব হয়েছে।
খবর অনুযায়ী, এই বনধ কেন্দ্র করে যদি বনধ সমর্থকরা কোনো ঝামেলা পাকানোর চেষ্টা করে তাহলে প্রশাসনও পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। স্বাভাবিক ভাবেই প্রাক্তন জঙ্গি নেতার ডাকা বনধ কেন্দ্র করে ভাতৃ তৃতীয়াতে রাজ্যের পরিস্থিতি তপ্ত হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।